20 January 2012

একনজরে বিপিএলের দলগুলো

বিপিএলের নিলাম অনুষ্ঠানে অন্য চেহারায় এসেছিলেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আইকন খেলোয়াড়েরা। কেতাদুরস্ত সাজে বসেছিলেন নিলামের টেবিলে। ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তাদের সঙ্গে মিলে-মিশে গিয়েছিলেন মাঠের দুরন্ত সাকিব আল হাসান, শাহরিয়ার নাফীস, অলোক কাপালিরা। নিলামে কোন খেলোয়াড়কে দলে ভেড়াতে হবে, কাকে নেওয়া হবে না—এসব টেকনিক্যাল বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শও দিচ্ছিলেন তাঁরা। কাগজ-কলম হাতে মোটামুটি করপোরেট নির্বাহীর দায়িত্বই পালন করছিলেন এই মুহূর্তে দেশের সেরা এই ক্রিকেটাররা। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই প্রতিজ্ঞা করে এসেছিলেন সেরা দল গঠনের। নিলাম শেষে দলগুলো যা দাঁড়িয়েছে, তাতে অতৃপ্ত হওয়ার কথা নয় কারোরই। এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ের। সেই লড়াইয়ে উের যেতে পারলেই সার্থক হবে সব প্রচেষ্টা। প্রিয় পাঠক, একনজরে দেখে নিন নিলাম শেষে কোন দলটি দেশি-বিদেশি...

Page 1 of 912345Next

 
Design by MD NASIR UDDIN | Bloggerized by A NEW Templates | PATOARY