20 January 2012

একনজরে বিপিএলের দলগুলো

বিপিএলের নিলাম অনুষ্ঠানে অন্য চেহারায় এসেছিলেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আইকন খেলোয়াড়েরা। কেতাদুরস্ত সাজে বসেছিলেন নিলামের টেবিলে। ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তাদের সঙ্গে মিলে-মিশে গিয়েছিলেন মাঠের দুরন্ত সাকিব আল হাসান, শাহরিয়ার নাফীস, অলোক কাপালিরা। নিলামে কোন খেলোয়াড়কে দলে ভেড়াতে হবে, কাকে নেওয়া হবে না—এসব টেকনিক্যাল বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শও দিচ্ছিলেন তাঁরা। কাগজ-কলম হাতে মোটামুটি করপোরেট নির্বাহীর দায়িত্বই পালন করছিলেন এই মুহূর্তে দেশের সেরা এই ক্রিকেটাররা। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই প্রতিজ্ঞা করে এসেছিলেন সেরা দল গঠনের। নিলাম শেষে দলগুলো যা দাঁড়িয়েছে, তাতে অতৃপ্ত হওয়ার কথা নয় কারোরই। এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ের। সেই লড়াইয়ে উের যেতে পারলেই সার্থক হবে সব প্রচেষ্টা। প্রিয় পাঠক, একনজরে দেখে নিন নিলাম শেষে কোন দলটি দেশি-বিদেশি খেলোয়াড় মিলিয়ে কেমন দাঁড়াল:

ঢাকা গ্ল্যাডিয়েটরস: শহীদ আফ্রিদি—সাত লাখ ডলার, কাইরন পোলার্ড—তিন লাখ ডলার, সাঈদ আজমল—এক লাখ, রানা নাভেদ-উল-হাসান—এক লাখ, ইমরান নাজির—৮৫ হাজার, স্টুয়ার্ট ম্যাকগিল—৫০ হাজার, ড্যারেন স্টিভেনস—২৫ হাজার, অ্যালেক্সেই কারভেজি—৩৫ হাজার, মোহাম্মদ নাজিমউদ্দিন—৮৫ হাজার, ইলিয়াস সানি—৭৫ হাজার, মোশারফ হোসেন—৬৫ হাজার, মাশরাফি বিন মর্তুজা—৪৫ হাজার, নাজমুল হোসেন—৪৫ হাজার, ধীমান ঘোষ—২০ হাজার, আনামুল হক বিজয়—২০ হাজার, তানভির হায়দার—২০ হাজার ও আফতাব আহমেদ—২০ হাজার ডলার।
আইকন খেলোয়াড়: মোহাম্মদ আশরাফুল

চট্টগ্রাম কিংস: শোয়েব মালিক—এক লাখ ৫০ হাজার ডলার, ডোয়াইন ব্রাভো—এক লাখ ৫০ হাজার ডলার, মুত্তিয়া মুরালিধরন—এক লাখ ডলার, নাসির জামশেদ—এক লাখ, জেরম টেলর—৫০ হাজার, লেন্ডল সিমন্স—২৫ হাজার, কায়েল কব্জার—২৫ হাজার, কেভিন কুপার—২৫ হাজার, মাহমুদউল্লাহ—এক লাখ ১০ হাজার, জহুরুল ইসলাম—এক লাখ ১০ হাজার, ফরহাদ রেজা—৬৫ হাজার, এনামুল হক জুনিয়র—৫৫ হাজার, শামসুর রহমান—৪৫ হাজার, জিয়াউর রহমান—৪০ হাজার, সানজামুল ইসলাম—৪০ হাজার ও ফয়সাল হোসেন—২০ হাজার ডলার।
আইকন খেলোয়াড়: তামিম ইকবাল

দুরন্ত রাজশাহী: মারলন স্যামুয়েলস—তিন লাখ ৬০ হাজার ডলার, আবদুল রাজ্জাক—এক লাখ ডলার, মোহাম্মদ সামি—৭০ হাজার ডলার, ইমরান তাহির—৫০ হাজার, ফাওয়াদ আলম—৪৫ হাজার, শন আরভিন—২৫ হাজার, রিজওয়ান চিমা—২৫ হাজার, কায়সার আব্বাস—২৫ হাজার, জুনায়েদ সিদ্দিক—৭০ হাজার, সাব্বির রহমান—৪০ হাজার, সাকলাইন সজীব—৩৫ হাজার, মুক্তার আলী—২০ হাজার, সৈয়দ রাসেল—২০ হাজার, আরিফুল হক—২০ হাজার, মিজানুর রহমান—২০ হাজার, সৌম্য সরকার—২০ হাজার ও আসিফ আহমেদ—২০ হাজার ডলার।
আইকন খেলোয়াড়: মুশফিকুর রহিম

খুলনা রয়েল বেঙ্গলস: সনাত্ জুয়াসুরিয়া—এক লাখ ১০ হাজার ডলার, হার্শেল গিবস—এক লাখ ডলার, আন্দ্রে রাসেল—৮৫ হাজার ডলার, নিয়াল ও’ব্রায়েন—৮০ হাজার, ফিদেল এডওয়ার্ডস—৬০ হাজার, ডুইন স্মিথ—৫০ হাজার, জস বাটলার—২৫ হাজার, শিবনারায়ণ চন্দরপল—২৫ হাজার, নাসির হোসেন—২ লাখ, আবদুর রাজ্জাক—৮৫ হাজার, শফিউল ইসলাম—৬৫ হাজার, নাজমুল হোসেন (মিলন)—৩৫ হাজার, ডলার মাহমুদ—২০ হাজার, মার্শাল আইয়ুব—২০ হাজার, মাইশুকুর রহমান—২০ হাজার ও সগীর হোসেন—২০ হাজার ডলার।
আইকন খেলোয়াড়: সাকিব আল হাসান

বরিশাল বার্নার্স: ক্রিস গেইল—পাঁচ লাখ ৫১ হাজার, ব্র্যাড হজ—এক লাখ ৪০ হাজার, ইয়াসির আরাফাত—৮০ হাজার, আহমেদ শেহজাদ—৫০ হাজার, হামিদ হাসান—৪০ হাজার, রমিজ রাজা জুনিয়র—২৫ হাজার, মোহাম্মদ মিঠুন—৮০ হাজার, আলাউদ্দিন বাবু—৬৫ হাজার, নাজমুল হোসেন (অপু)—৫০ হাজার, সোহরাওয়ার্দী শুভ—৪৫ হাজার, ফরহাদ হেসেন—২০ হাজার, মমিনুল হক—২০ হাজার, সোহাগ গাজী—২০ হাজার, আল আমিন—২০ হাজার ও কামরুল ইসলাম (রাব্বি)—২০ হাজার ডলার।
আইকন খেলোয়াড়: শাহরিয়ার নাফীস

সিলেট রয়্যালস: সোহেল তানভির—এক লাখ ডলার, কামরান আকমল—এক লাখ ডলার, পিটার ট্রেগো—৭৫ হাজার ডলার, ড্যারেন স্যামি—৫৫ হাজার, ব্র্যাড হগ—৫০ হাজার, ফ্রেডি ক্লকার—২৫ হাজার, গ্যারি কিডি—২৫ হাজার, নাঈম ইসলাম—৯০ হাজার, শুভাগত হোম—৮০ হাজার, ইমরুল কায়েস—৫০ হাজার, রুবেল হোসেন—৭০ হাজার, নাদিফ চৌধুরী—৩০ হাজার, ফয়সাল ইকবাল—২৫ হাজার, নূর হোসেন—২০ হাজার, আরাফাত সালাউদ্দিন—২০ হাজার, তালহা জোবায়ের—২০ হাজার ও নাবিল সামাদ—২০ হাজার ডলার।
আইকন খেলোয়াড়: অলোক কাপালি

1 comments:

Unknown said...

This is an awesome post. I like this post very much. I think it is very useful for the interested people. The story telling style is very nice. It is one of the best posts.
website templates business

Post a Comment

thanks for comments

 
Design by MD NASIR UDDIN | Bloggerized by A NEW Templates | PATOARY